Abhijit Chaudhury / অভিজিৎ চৌধুরী
Author

ঔপন্যাসিক, গল্পকার তথা কবি অভিজিৎ চৌধুরীর জন্ম ১ সেপ্টেম্বর ১৯৬৩। শৈশবের শুরু মধ্যকলকাতার সূর্য সেন স্ট্রিটে। সকাল সকাল রামধানের ছাগলগুলির ঘণ্টা, বেলায় রুবি প্রিন্টার্সের প্রেসের ঘটাং-ঘটাং , দুপুরে মাটি চাই গো, মাটি–ফেরিওয়ালাদের হাঁক। কাঁপা বুড়িও আসত। সেই ভিখিরি-মাকে নিয়ে বালকের ছিল যুগপৎ ভয় ও ভালোবাসা । আসত বসিরহাট থেকে মনখুশি ইলিশমাছের গন্ধ নিয়ে।

জাদুকর , বিপ্লবী , চলচ্চিত্র-পরিচালক , দেহোপজীবিকায় নামতে বাধ্য হওয়া এক মহিলার মাতৃমূর্তিও শিশুর হৃদয়ে আবছা হতে হতে কৈশোরে রোদ্দুরের ওম লাগল । বালকবেলা জুড়ে ছিল সচিত্র রামায়ণ-মহাভারত আর মা-ঠাকুরমার মুখে রাতের ঘন অন্ধকারে পরিদের আশ্চর্য যাতায়াতের জগৎ।

তারপর সাত বছরের বালক পরিবারের সকলের সঙ্গে চলে গ্রামের গন্ধমাখা কোন্নগর শিল্পাঞ্চলে। সেখানে সবুজের ছোঁয়ায় সঙ্গে রইল শীতের কুয়াশার রাতে কারখানার সাইরেন।অনির্বচনীয় জগতের রূপ-রস-গন্ধে ডুবে থাকতে থাকতে বালক যুবক হল । নির্মাণ হল শহরের সঙ্গে আশ্চর্য প্রেমের সেতুর । সাহিত্যপ্রীতি ঋদ্ধ হল যখন ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পৃর্ণ হল।

রেলের চাকরি ছেড়ে ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) ক্যাডারে যোগদান তাঁর সাহিত্যজীবনের মোড় ঘুরিয়ে দেয়। বদলির চাকরির সুবাদে নিত্যনতুন মানুষ ও প্রকৃতির সাহচর্যে তাঁর কথাসাহিত্যের জাদুবাস্তব প্রাণময় হয়ে ওঠে আর তিনি নিজে হয়ে ওঠেন এক বিরলকথাপুরুষ।

মূলত উপন্যাসিক হলেও লিখেছেন অসংখ্য গল্প, কবিতাও। প্রকাশিত গ্রন্থের সংখ্যা কুড়ির কম নয়। ‘সমাগত মধুমাস’ উপন্যাসের হয়েছেন মদনমোহন তর্কালঙ্কার স্মারক সম্মাননায় সম্মানিত। অন্যান্য পুরস্কার  ও সম্মাননার মধ্যে উল্লেখযোগ্য:

১  তারা বাংলা আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার, ২০২০

২  নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মৃতি পুরস্কার ২০২০

৩  ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি প্রদত্ত ‘দ্য মেন অব লেটারস অ্যাওয়ার্ড’ , ২০১৭

৪  সংবাদ প্রতিদিন মিলেনিয়াম অ্যাওয়ার্ড, ২০০০

Novelist and short story writer Abhijit Chaudhuri was born on 1 September 1963 in Kolkata, West Bengal, India. His place of birth, a rented house at 26/6 Surya Sen Street, was very close to College Street, the cultural capital of the-then Bengal and, to some extent, India.

The dark and gloomy lanes— buzzing with the mechanized clatter of the traditional printing press— where little Abhijit grew were the dwelling place for the lower middle class of the Bengali society but love and hope prevailed even in the most frustrating  of human conditions fighting with abject poverty.

Fairy tales and folklores of the traditional Bengal mingled with the magnificent heroic sagas from the two great epics, The Ramayana and The Mahabharata, were in the air as well as in the lips of grandmother and mother, the two women who greatly influenced the boy in shaping his dreams and his imaginations.

However, the surreal ambience of the central Kolkata, its long afternoons, its dreamy evenings submerged in the fragrance of autumnal flowers and Mughal cuisine had its share in grooming the boy for a bigger, grander, more exotic world.  The intricate lanes, bye-lanes and alleys introduced the boy to a magical adult world whose inhabitants were beggars, magicians, revolutionaries and even prostitutes.

When Abhijit was just six years old the entire family got shifted to Konnagar, Hooghly. It was there that he received his formal education. Seeds of creative writing were woven in the boy’s mind by some of the charismatic teachers in high school who encouraged the boy to become a writer in future.  Life suddenly became less cruel and more in harmony with the uncomplicated suburban friends and the lush greenery of the beautiful countryside just outside the industrial town that kept its time with the blowing sirens of the factories

Abhijit returned to the metropolis to do his graduation (1983) and post graduation in English Literature (1985) and subsequently to receive a post graduate diploma in Personnel Management and Industrial Relations. (1991-1992)

Mr. Chaudhuri began his professional career with the Indian Railways in 1988 only to leave the job next year in order to join the prestigious West Bengal Civil Service (Executive) as a Probationary Officer.

This was the turning point of Abhijit’s life. He began to enjoy his profession as a Block Development Officer: meeting people from all walks of life, getting frequently transferred to new places, accommodating with changing topographies, being introduced to different obscurities, oddities and crises.

The resultant experience soon started to produce novels and short stories of rare merit. Although Abhijit’s first published work was Shobdo Theke Mukto Jharuk (‘Let Pearls Drop from the Words’), a book of poems back in 1986, the young author soon realized that fiction was his forte and thus began an uninterrupted flow of writing producing  not less than twenty volumes of novels and short stories. His fiction is both popular and critically acclaimed.

Chaudhuri was felicitated with the prestigious Madanmohan Tarkalankar Memorial Felicitation in 2017 for his novel Samagata Madhumas. Other notable awards and felicitations include:

  1. Tara Bangla International Literary Award (for Lifetime Contribution to Bengali Fiction) in 2020.
  2. Nirendranath Chakraborty Memorial Award (for Young Adult Fiction) in 2020
  3. Indian Red Cross Society’s ‘The Men of Letters Award’ (for Contribution to Bengali Literature) in 2017
  4. Sangbad Pratidin Millennium Award (for Essay Writing on the Partition of Bengal) in 2000